📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০২৪ সালে এপ্রিল মাসে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল। সেই অভিযোগে দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধর্না দিয়েছিল তৃণমূল। সে সময়ে দিল্লি পুলিশের তরফে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান, সাংসদ নাদিমুল হক, সাকেত গোখলে, দোলা সেন, সাগরিকা ঘোষ-সহ ১০ জন প্রতিনিধির বিরুদ্ধে রাউস অ্যাভিনিউ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিল রাউস অ্যাভিনিউ আদালত।
দিল্লিতে ধর্না দেওয়ায় তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ আদালতের
