📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মাঝ রাস্তায় দিলীপ ঘোষের রোড শো থামিয়ে দিল কমিশন। শুক্রবার পূর্ব বর্ধমানের রায়ান স্কুল মোড় থেকে রোড শো শুরু হয়েছিল। দিলীপ ঘোষকে নিয়ে গাড়ি এগিয়ে যাচ্ছিল দুর্গাতলার দিকে। সেই সময়ে কমিশনের আধিকারিকরা তাঁর গাড়ি আটকান।
এই ঘটনাকে কেন্দ্র করে ওই রাস্তায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বিজেপি কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। বিজেপি কর্মী সমর্থকরা কমিশনের প্রতিনিধিদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাঁদের “তৃণমূলের দালাল” বলে চিৎকার করেন বলে অভিযোগ। তবে শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোড শো করতে না পেরে দিলীপবাবু গাড়ি থেকে নেমে চলে যান।