দিলীপ ঘোষের বিয়ে! টুইট করে দাবি করলেন কুণাল ঘোষ, পাত্রীর নামও বলে দিলেন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিলীপ ঘোষের বিয়ে! কুণাল ঘোষের পরপর দু’টি টুইট দেখে এমনই জল্পনা ঘনিয়ে ওঠে বৃহস্পতিবার বিকেলে। তবে প্রাথমিকভাবে অনেকেই মনে করেন, এটা বোধহয় নিছকই কোনও মশকরা, বিরোধী দলের নেতারা যেমনটা করে থাকেন হামেশাই।

তবে কুণাল ঘোষকে ফোন করতেই পরিষ্কার হয় বিষয়টি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আগামী কাল অর্থাৎ শুক্রবারই ঘরোয়াভাবে রেজিস্ট্রি করে বিয়ে করছেন দিলীপ ঘোষ। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। তিনি দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী।’

কুণাল ঘোষ এদিন প্রথম টুইটে লেখেন, ‘সূত্রের খবর: আগামীকাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপিরই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে নেন, তাহলে আলাদা কথা।’

এর খানিক পরেই তিনি আবার একটি টুইট করে লেখেন, ‘দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।‘

এর পরেই যোগাযোগ করা হয় কুণাল ঘোষের সঙ্গে। দিলীপবাবুর বিয়ের খবর নিশ্চিত করে তিনি আরও বলেন, ‘এই বিয়ে নিয়ে আপত্তি রয়েছে আরএসএসের। এমনকি বিজেপি সভাপতি জেপি নাড্ডাও এক কর্মীর মারফত বলে পাঠিয়েছেন, ‘এমন সিদ্ধান্ত নেবেন না।’

যদিও কুণালের দাবি, এতে দিলীপ জানিয়েছেন, বিয়ে করা তাঁর ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত। তাছাড়া পার্টির তরফে তিনি এমন কিছু পাননি, এই বারণ শোনার মতো।

error: Content is protected !!