দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস, আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একটানা তাপপ্রবাহের পর বেশ খানিকটা স্বস্তি দিয়েছে তুমুল ঝড়বৃষ্টি। তবে তার জেরে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জেলায়। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আপাতত শনিবার পর্যন্ত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই৷

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা৷ তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাপমাত্রা আরও প্রায় ১-২ ডিগ্রি করে কমতে পারে প্রায় সব জেলাতেই।

বুধবার সকাল ১১টা থেকে দিনভর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ৩৫ থেকে সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

শুক্রবার প্রবল বৃষ্টি হতে পারে নদিয়া, দুই ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে। ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এবং উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়।