📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পুর নিয়োগ তদন্তে শহরজুড়ে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মহানগরের সাত জায়গায় মঙ্গলবারের তল্লাশিতে মোট তিন কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, টাকার পাশাপাশি বিভিন্ন জমির দলিল-সহ অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই তল্লাশিতে পুর নিয়োগ কেলেঙ্কারির মূল অভিযুক্তদের বিরুদ্ধে টাকা পাচারের তথ্য পাওয়া গিয়েছে। ইডি জানিয়েছে, আর আগের তল্লাশিতে পশ্চিমবঙ্গের বিধায়ক এবং দমকলমন্ত্রী সুজিত বোসের অফিসেও তল্লাশি চালানো হয়। সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।
দিনভর কলকাতায় তল্লাশি ইডি-র! উদ্ধার তিন কোটি টাকা

