📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিঘায় যতই বাড়ছে পর্যটকদের ভিড় ততই ঘটছে বিপত্তি। দিঘায় সমুদ্র স্নান আর জগন্নাথ ধাম দর্শনের টানে দিনে দিনে বাড়ছে পর্যটকদের ভিড়। জানা গিয়েছে, এ বার দিঘার সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যান দু’জন। সম্পর্কে তাঁরা মামা -ভাগ্নে। মামাকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ভাগ্নে। ভাগ্নের খোঁজে চলছে তল্লাশি।
দিঘার সমুদ্রে স্নানে নেমে আবারও বিপত্তি, নিখোঁজ ১
