দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিনই ‘সনাতনী হিন্দু সম্মেলন’ শুভেন্দুর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দ্বারোদ্ঘাটন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। বুধবার উদ্বোধনের দিনই কাঁথিতে ‘সনাতনী হিন্দু সম্মেলন’ রয়েছে শুভেন্দু অধিকারীর। আজ কাঁথিতে এই সম্মেলন করার জন্য শুভেন্দু অধিকারীকে মঙ্গলবার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু এ দিন সেই আবেদনের শুনানি হয়নি ডিভিশন বেঞ্চে। তাই আপাতত সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রয়েছে।

error: Content is protected !!