দামোদরে জলস্তর বাড়তেই পরিদর্শনে মন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দামোদর নদে জলস্তর বাড়তেই দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে গেলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে দামোদর নদে জল বাড়ছিল। দামোদর ভ্যালি কর্পোরেশনের মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হতেই দুর্গাপুর ব্যারেজেও জলের চাপ বৃদ্ধি পায়। চাপ কমাতে ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া শুরু হয়। রবিবার সকাল থেকে ৭১ হাজার ৭২৫ কিউসেক হারে জল ছাড়া হয়।