📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দশমী পেরোতেই শাসক নজরে ছাব্বিশের ভোট। রবিবার থেকে ব্লকে ব্লকে হতে চলা বিজয়া সম্মিলনীকে হাতিয়ার করছে তৃণমূল। সূত্রের খবর, এরজন্য ৫০ জন বক্তার নাম চিহ্নিত করা হয়েছে। বক্তাদের মধ্যে দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রী সকলেরই নাম রয়েছে। প্রতিটি ব্লকে বিজয়া সম্মিলনীতে হাজির থাকবেন তাঁরা। এই পদক্ষেপকে তৃণমূল বলছে ভোটের আগে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছনো।
দশমী পেরোতেই শাসক নজরে ছাব্বিশের ভোট
