দলেরই নেত্রী কে অশ্লীল SMS! CPIM থেকে এবার বহিষ্কৃত বংশগোপাল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  তন্ময় ভট্টাচার্যের পর বংশগোপাল চৌধুরী, অশ্লীল কাজকর্মের অভিযোগে বহিষ্কৃত করল আলিমুদ্দিন স্ট্রিট। মহম্মদ সেলিমের কাছে দলেরই মহিলা নেত্রী অভিযোগ জানান।সেই অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল বর্ধমান নেতৃত্বকে। অভিযোগকারী ওই বাম নেত্রীর অভিযোগ, বংশগোপাল চৌধুরী তাঁকে নানা সময় একাধিক অশ্লীল এসএমএস পাঠিয়েছেন। প্রথমে দলের জেলা কমিটি, পরে রাজ্য কমিটির কাছে অভিযোগ করেন। এরপর সিপিএমের রাজ্য সম্মেলনে এই বিষয়ে চিঠিও দেন। সরব হন সোশাল মিডিয়ায়। এরপরই সিপিএমের নতুন সম্পাদক মণ্ডলীর বৈঠকে বংশগোপালকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, বাম জামানার মন্ত্রী ছিলেন বংশগোপাল, সেই সঙ্গে আসানসোলের সাংসদও ছিলেন তিনি। এবার তার নাম কাটা গেল দল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!