দলকে আগামী কর্মূসচি জানিয়ে দিলেন মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃণমূলের সমাবেশ থেকে কর্মীদের নতুন কর্মসূচি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং-মিছিল হবে প্রতিটি ব্লকে। মমতা বলেন, ‘প্রতিবাদে নামুন। এ বার শুরু হলো ভাষারক্ষার শপথ।’