📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণবঙ্গজুড়ে তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আজ চরমে পৌঁছেছে। বিশেষ করে কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়া জেলাগুলিতে সকাল থেকেই অনুভূত হচ্ছে চরম গরম ও ঘামে ভেজা পরিস্থিতি। উপকূলবর্তী অঞ্চলগুলোতে জলীয় বাষ্পের আধিক্য থাকায় তাপমাত্রা তুলনামূলক কম হলেও আর্দ্রতা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯২ শতাংশ, যার ফলে দিনের বেলা কিংবা রাত, সবসময়ই দমবন্ধ করা গরম।
এই অবস্থার মধ্যে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার বিকেল বা রাতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টার দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।