📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: থাইল্যান্ড থেকে দিল্লি যাওয়ার পথে মাঝ আকাশে আতঙ্ক ছড়াল (Thailand Air India Air Bomb Threat)। শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানে বোমা আছে বলে হুমকি পাওয়া যায়। এরপরই নিরাপত্তার স্বার্থে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি (Air India)।
এয়ার ইন্ডিয়ার এআই-৩৭৯ নম্বর বিমানটি থাইল্যান্ডের ফুকেত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় সকাল সাড়ে ৯টা (স্থানীয় সময়) নাগাদ। বিমানে ১৫৬ জন যাত্রী ছিলেন।
জানা গিয়েছে, বিমানের শৌচালয়ের দেওয়ালে বোমা রাখা আছে, এমন হুমকির বার্তা পাওয়ার পরপরই পাইলট সিদ্ধান্ত নেন বিমানটি ফিরিয়ে আনার। একটি ফ্লাইট ট্র্যাকিং সাইট–এর তথ্য অনুযায়ী, বিমানটি আন্দামান সাগরের উপর অনেকক্ষণ ঘোরাফেরা করে, তারপর ফুকেত বিমানবন্দরে ফিরে এসে জরুরি অবতরণ করে।