তৃণমূল সরকার গেলে তবেই আসল পরিবর্তন আসবে: মোদী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘তৃণমূল সরকার গেলে তবেই বাংলায় আসল পরিবর্তন আসবে। তৃণমূল বিদেয় হলে তবেই বাংলায় আসবে উন্নয়ন। পাশের রাজ্য ওডিশা ও ত্রিপুরাকে দেখুন। বিজেপি সরকার হতেই সেখানে কী পরিবর্তন এসেছে। আমার আর্জি, একবার বিজেপিকে সুযোগ দিন।’ শাসকদলকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।