📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লি থেকে ফিরে অভিষেক বলেন, ‘লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে আমাদের ৪১ জন সাংসদ। আমাদের সব সাংসদ উপস্থিত ছিলেন। বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে ভোট দিয়েছেন। যে হেতু গোপন ব্যালটের ভোট, এটা বলা মুশকিল ক্রস ভোটিং হয়েছে নাকি বিরোধী পক্ষের ভোটগুলো বাতিল হয়েছে। তবে আমার মনে হয়, আম আদমি পার্টির মতো দলের রাজ্যসভার ২-১ জন সাংসদ সরাসরি বিজেপিকে সমর্থন করে। আর ওরা টাকার বস্তা নিয়ে নেমেছিল। কয়েক জনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি এক একজনের ভোট কিনতে ১৫-২০ কোটি টাকা খরচ করেছে।’
তৃণমূলের সাংসদরা সুদর্শন রেড্ডিকেই ভোট দিয়েছেন: অভিষেক

