তৃণমূলের ক্ষুব্ধ নেতা হুমায়ুন কবির নতুন দল গঠনের পথে, মুসলিম ভোটে বড় ভাঙনের আশঙ্কা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য রাজনীতিতে বড় চমক। তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা হুমায়ুন কবির দীর্ঘদিনের ক্ষোভ চরমে পৌঁছে অবশেষে নতুন রাজনৈতিক দল গঠনের পথে হাঁটছেন বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, এই নতুন দলের জন্ম হলে রাজ্যের মুসলিম ভোটব্যাঙ্কে বড়সড় প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের ধারণা, প্রায় ৬০ থেকে ৭০টি বিধানসভা আসনে এর প্রভাব পড়তে পারে।

হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি বহুদিন ধরেই দলের শীর্ষ নেতৃত্বের নীতি ও সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় দল কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না – এই অভিযোগে তিনি প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক কয়েক মাসে একাধিক সভা-সমাবেশে তাঁর বক্তব্যে সেই অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে।

নতুন দল গঠনের সিদ্ধান্ত কার্যকর হলে তা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক মুসলিম অধ্যুষিত আসনে তৃণমূল এতদিন নিরঙ্কুশ ভোটব্যাঙ্ক ভরসা পেয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হুমায়ুন কবিরের দল যদি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারে, তবে এই ভোটব্যাঙ্কের বড় অংশ সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

তৃণমূল শিবির অবশ্য এই নতুন সম্ভাব্য দলকে গুরুত্ব দিতে নারাজ। দলের এক নেতা বলেন, “দল থেকে যারা বিচ্ছিন্ন হয়েছেন, তারা বারবার চেষ্টা করেছেন নতুন প্ল্যাটফর্ম গড়ে তুলতে, কিন্তু মানুষের সমর্থন পাননি। এবারও তেমনটাই হবে।” তবে বিরোধী শিবিরের একাংশ মনে করছে, মুসলিম ভোটের বিভাজন হলে রাজ্যের নির্বাচনী সমীকরণ আমূল বদলে যেতে পারে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হুমায়ুন কবির তাঁর নতুন দলের নাম ও নীতি ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। এখন রাজ্যের রাজনৈতিক মহলের নজর সেই দিকেই।