নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভার প্রচারে এবার একসঙ্গে দেব-অভিষেক। রবিবার ঘাটালে রোড-শো করলেন দুই তারকা। হুড খোলা গাড়িতে তৃণমূলের দুই নেতাকে দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো। গত সপ্তাহেই দেবের জন্য প্রচারে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক। রোড-শোয়ের পাশাপাশি দেবের জন্য জনসভাও করেন অভিষেক।ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর না হলে তিনি আর ভোটে দাঁড়াবেন না। নির্বাচনের আগে তৃণমূলের শীর্ষ নেতত্বকে এ কথা স্পষ্ট জানান সাংসদ-অভিনেতা দেব। এরপরেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছিল জল্পনা। যদিও মমতা এবং অভিষেকের আস্থায় ফের ভোট ময়দানে ফিরেছেন দেব।এদিন, ঘাটালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ঘাটালে মাস্টারপ্ল্যান কার্যকর হবে। রাজ্য সরকার এই কাজ শেষ করবে। পাশাপাশি, ঘাটালের মানুষকে তিনি বোঝান মোদী নন, বাংলা গ্যারান্টি মমতাই।