তিন নম্বর অভিযান! সুনীতার মহাকাশ সফরে সঙ্গী হচ্ছে ‘লাকি চার্ম’ গণেশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃতীয়বারের মতো মহাকাশ সফর শুরু করতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। এবারেও মহাকাশ অভিযানে সুনীতার সঙ্গী ভগবৎ গীতা। এনডিটিভি-কে একটি সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন, তিনি যতটা না ধার্মিক, তার চেয়েও বেশি আধ্যাত্মিক। গীতা ছাড়াও সুনীতা সঙ্গে রাখবেন একটি গণেশমূর্তি৷ তাঁর কাছে গণেশ ‘লাকি চার্ম”।

কেনেডি স্পেস সেন্টারের বোয়িং স্টারলাইনার এয়ারক্রাফটে মহাকাশে পাড়ি দেবেন সুনীতা। এর আগেও তিনি মহাকাশে যাওয়ার সময় সঙ্গে রেখেছিলেন গীতা। সুনীতা জানিয়েছেন, তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দেওয়ার আগে তিনি কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাসী। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আসা তাঁর কাছে বাড়ি ফেরার মতো।

একজন মহিলা মহাকাশচারী হিসাবে সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকার রেকর্ড তড়া সুনীতার আরেকটি পরিচিতি হল তিনি একজন ম্যারাথন রানার। এখনও পর্যন্ত ৫০ ঘণ্টা ৪০ মিনিট মহাকাশে কাটিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *