📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার SCO গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সম্মেলনে পহেলগাম হামলার উল্লেখ করে এই গোষ্ঠীর সদস্য দেশগুলিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মনে করিয়ে দিলেন, তিন অপশক্তির মোকাবিলা করার লক্ষ্যেই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছিল। কি সেই তিন অপশক্তি? সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রপন্থা।
চিনের তিয়ানজিন শহরে দাঁড়িয়ে জয়শঙ্কর বলেন, ‘এই তিন অপশক্তি পরস্পরের হাত ধরে চলে। সম্প্রতি, ২২ এপ্রিল আমরা ভারতের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার এক স্পষ্ট উদাহরণ দেখেছি। জম্মু ও কাশ্মীরের পর্যটন ভিত্তিক অর্থনীতিকে দুর্বল করার জন্য ইচ্ছাকৃত ভাবে এই হামলা করা হয়েছিল। ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করা হয়েছিল।’

