📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দু’দেশের মধ্যে চলতে থাকা সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে তুরস্কে দ্বিতীয় দফার আলোচনায় বসেছিলেন পাকিস্তান এবং আফগানিস্তানের প্রতিনিধিরা। কিন্তু মঙ্গলবার সেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। তারপরই আফগানিস্তান ফের হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ। বলেন, “তালিবানকে শেষ করতে আমাদের পূর্ণ সামরিক শক্তি প্রয়োগের দরকার নেই।” প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাক প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, যদি শান্তি আলোচনা ব্যর্থ হয়, তাহলে পাকিস্তান সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যাবে।
‘তালিবানকে শেষ করতে পূর্ণ শক্তি প্রয়োগের দরকার নেই’ ফের হুঁশিয়ারি দিল পাক

