📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হঠাৎ হল কী! নীল রং এ মিশে গেল লাল! বলা ভালো CPIM এর ফেসবুক পেজ টা চোখে পড়লেই ভিড়মি খাওয়ার জোগাড়। উধাও লাল। নীল আকাশে সাদা মেঘের ভেলায় চকচক করছে গোল্ডেন কাস্তে হাতুড়ি! মাথায় যে তারা টা জ্বলজ্বল করে সেটাও অবলুপ্ত! বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ হল কী বামেদের? এই প্রশ্নই ভাবাচ্ছে সকলকে। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সিপিএমের নতুন লোগোর ছবি পোস্ট করে লিখেছেন, এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন কোনটা?
১. নীল সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধার করে, “আজ নীল রঙে মিশে গেছে লাল..”
২. মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করল।