নিজস্ব সংবাদদাতা, Todays Story: মলদ্বীপের প্রেসিডেন্টের বড়সড় দুর্নীতির পর্দা ফাঁস। রিপোর্ট বলছে, দীর্ঘ সময় ধরে তলে তলে দুর্নীতি চালাচ্ছিলেন মহম্মদ মুইজ্জু। আর্থিক তছরুপ, বেআইনি লেনদেনের একাধিক প্রমাণ মিলেছে তাঁর বিরুদ্ধে। মলদ্বীপে ভোটে আগে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। তাতেই মলদ্বীপের প্রেসিডেন্টের দুর্নীতির সমস্ত কীর্তি ফাঁস হয়ে গিয়েছে।মুইজ্জু বিরোধীদের দাবি, সেই ২০১৮ সাল থেকেই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত মলদ্বীপের প্রেসিডেন্ট। বিরোধী নেতারা মুইজ্জুর বিরুদ্ধে তদন্ত এবং তাঁর ইমপিচমেন্টের দাবি করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট।