‘তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক’, বিরোধ ভুলে দিলীপের বিয়ের খবর শুনে শুভেচ্ছা দেবাংশুর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মতাদর্শের দিক থেকে ভিন্নমেরুর দু’জনেই। তর্ক-বিতর্ক হঠিয়ে দিয়ে বৃহস্পতিবার অন্য মেজাজে নবীন-প্রবীণ রাজনীতিক। একজনের বিয়ের খবরে শুভেচ্ছা জানালেন অন্যজন। তাও খানিকটা অন্য ঢঙে। দিলীপ ঘোষের (Dilip Ghosh Marriage) পরিণয়ের খবর শুনেই সোশ্যাল মিডিয়ায় হবু বৌদিকে পরামর্শ দিয়ে পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

বৃহস্পতিবার সন্ধেয় কলকাতায় ঝড় উঠেছিল। ঝমঝম করে কয়েক পশলা বৃষ্টিও হয়। ঠিক সেই সময়েই ঝড়ের বেগে এই খবর ছড়িয়ে পড়ে যে শুক্রবার সন্ধেয় দিলীপ ঘোষের মালাবদল। বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ নামটা এমনই পরিচিত যে তার আগুপিছু পরিচয় আর প্রয়োজন হয় না। খবরটা প্রথমে শুনেই কেউ ভেবেছিলেন গুজব, কেউ ভেবেছিলেন বেচারা দিলীপ ঘোষকে ট্রোল করছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল, না খবরটা সত্যি।

আর সেই খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য লিখলেন, “অনেক অভিনন্দন দিলীপদা। মন থেকে খুশি হয়েছি। খুব ভাল হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভাল থাকুন দু’জনে। আবারও বলছি, অনেক শুভেচ্ছা।”

error: Content is protected !!