তরুণ প্রজন্মকে টানতে ব্যর্থ দল, স্বীকার সিপিএমের পার্টি চিঠিতেই

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পার্টিতে তরুণ ও মহিলাদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন। অথচ নিচুতলায় তার ঠিক উল্টো ছবি। সিপিএমের শাখাস্তরে মহিলা ও ৩১ বছরের কম বয়সিদের না থাকা নিয়ে এবার দুর্বলতার কথা স্বীকার করে নিল সিপিএম তাদের পার্টি দলিলেই। অর্থাৎ দলে তরুণদের অগ্রাধিকার ও অন্তর্ভুক্ত করার যে দাবি সিপিএমের শীর্ষ নেতারা করে আসছেন, তা নিচুতলায় কার্যকর হচ্ছে না। আর তাই শীর্ষস্তর থেকে পার্টি চিঠিতে নির্দেশিকা জারি করে বলতে হচ্ছে, পার্টিতে অন্তর্ভুক্তি ও পুনর্নবীকরণের ক্ষেত্রে কঠোরভাবে মাপকাঠিগুলি মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *