📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী বলেন, ‘ড্রাফট লিস্টে নাম থাকলে ফাইনাল লিস্টে নাম থাকবে গ্যারান্টি নেই। BJP-এর অনেক বদমাইশ ঘুরছে। অনেক বদমাইশি চলছে। আপনাকে খেয়াল রাখতে হবে। AI দিয়ে নাম বাদ দিচ্ছে দুরাচারী স্বরাষ্ট্রমন্ত্রী। চোখ-কান খাড়া রাখুন। SIR মানে সর্বনাশ। এক কোটি ৬৪ লক্ষ লোককে ডেকেছে। শুনানিতে একবার ডেকেই নাম বাদ দিয়ে দিচ্ছে। যেন জমিদারি। আমি আজ আপনাদের নাম যাতে বাদ না যায় তার জন্য এসেছি।’
ড্রাফট লিস্টে নাম থাকলে ফাইনাল লিস্টে নাম থাকবে গ্যারান্টি নেই: মুখ্যমন্ত্রী

