ডেটা নেটওয়ার্কে বিভ্রান্তি, এয়ার ইন্ডিয়া-সহ একাধিক ফ্লাইট পরিষেবা ব্যাহত

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  ডেটা নেটওয়ার্ক বিভ্রাটের কারণে চেক-ইন সিস্টেম ব্যাহত। প্রভাব পড়ল এয়ার ইন্ডিয়া-সহ একাধিক বিমান সংস্থার ফ্লাইট যাত্রায়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলি পুনরুদ্ধার করা হয়েছে। তবে বেশ কিছু ফ্লাইট দেরিতে চলছে। যাত্রীদের নিয়মিত ফ্লাইট স্ট্যাটাস চেক করতে বলা হয়েছে। শনিবার মুম্বাই বিমানবন্দরে একাধিক ফ্লাইট দেরিতে ছাড়ার কারণে ভুগতে হয় যাত্রীদের।