ডি-ডের আগেই আদৃত- কৌশাম্বির মালাবদল! ব্যাপারটা কী?


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চলতি সপ্তাহে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার দুই পরিচিত মুখ আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী। ৯ মে ডি ডে । কিন্তু তার আগেই বিয়ে সেরে ফেললেন তাঁরা? কী এমন হল? আসলে, সম্পর্কে থাকাকালীন কখনও সেভাবে একে অপরের সঙ্গে ছবি শেয়ার করেননি । সোমবার আচমকাই সোশ্যাল মিডিয়ায় দুজনের ফ্রেমবন্দী ছবি শেয়ার করলেন হবু কনে । তাও আবার মালাবদলের। কৌশাম্বিকে দেখা গেল হলুদ শাড়িতে । অভিনেত্রীর মাথায় মুকুট । আর আদৃত পরেছেন পাঞ্জাবি । যাকে বলে একেবারে মেড ফর ইচ আদার | ছবি দেখে অনেকেই ভাবছেন, নির্দিষ্ট দিনের আগেই বিয়ে সেরে ফেলেছেন আদৃত-কৌশাম্বি ।কেউ আবার প্রশ্ন করেছেন বিয়ে এগিয়ে এল কেন?

error: Content is protected !!