ডিলিমিটেশনে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে ব্যস বাতিল: মুখ্যমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘কলকাতায় আগে ১০০টি ওয়ার্ড ছিল। ডিলিমিটেশনের পরে কলকাতায় ১৪৪টি ওয়ার্ড হয়েছে। ওয়ার্ড বদলেছে ২০০২-এর পর। এ বার নাম খুঁজতে গিয়ে গন্ডগোল। ডিলিমিটেশনে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে ব্যস বাতিল। নাম বাদ দিয়ে দিচ্ছে। ম্যাপিংটাই তো ভুল হচ্ছে।’