📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বুধবার সুপ্রিমকোর্টে (Supreme Court) ডিএ মামলার (DA Case) শুনানি। এবারেও কি মামলা পিছিয়ে যাবে? তেমনটা মনে করছেন না পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। বরং, এবারের শুনানিতে ডিএ মামলার একটা হেস্তনেস্ত হতে পারে বলে মত সংশ্লিষ্ট সংগঠনের।
একই সঙ্গে মামলার শুনানির ২৪ ঘণ্টা আগে মামলা পিছিয়ে দেওয়ার জন্য রাজ্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল বলে দাবি সংশ্লিষ্ট সংগঠনের। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ সভাপতি দেবাশিস শীল বলেন, “বুধবারের শুনানি পিছিয়ে দেওয়ার জন্য এদিন শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল রাজ্য। তবে আদালত তা খারিজ করে দিয়েছে।”
দেবাশিসবাবু আরও বলেন, “সব খেলার শেষ আছে। রাজ্য সরকারের ক্রমাগত মামলাটি পিছিয়ে দেবার কৌশল এবার আর টিকল না। ফলে এবারের শুনানিতেই আমরা সুফলের আশা করছি।”
কেন্দ্রীয় হারে সরকারি কর্মীদের ডিএ দেওয়ার দাবিতে বহুদিন ধরে সরব রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কলকাতা হাইকোর্ট এই দাবি মেনেই রায় দিয়েছিল। তবে সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যায় রাজ্য সরকার। এরপর ২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে প্রথম বার ওঠে ডিএ মামলা। তারপর থেকে একাধিকবার শুনানি হয়েছে এবং শুনানির দিন পিছিয়েওছে।
এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি হত। তবে শুনানি শেষ হওয়ার আগেই বিচারপতি অবসর নেন। এরপর মামলাটি নতুন বেঞ্চে গিয়েছে।
সম্প্রতি ২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে ৫৫.৯৮ শতাংশ ডিএ পেতে চলেছেন কর্মীরা। এর আগে গত বছর জুলাই মাসে ৫০ শতাংশ থেকে ডিএ বাড়িয়ে ৫৩ শতাংশ করেছিল কেন্দ্র। তারপর এখন তা বাড়িয়ে ৫৫ শতাংশ করা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের কর্মীদের ডিএ-তফাৎ বিরাট বেড়ে গেছে।