📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার (DA) ২৫ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court DA Case)।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কারোল রাজ্য সরকারের উদ্দেশে বলেন, বকেয়া মহার্ঘ ভাতার ৫০ শতাংশ আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিন। কারণ, নিম্ন আদালত, ট্রাইব্যুনাল ও কলকাতা হাইকোর্ট—এই তিন আদালতই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর ব্যাপারে রায় দিয়েছে। যেহেতু এই মামলা এখন অনেকদিন গড়াবে তাই অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসাবে বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিয়ে দেওয়া হোক।