ডায়মন্ড হারবার একা নয়, তালিকা একাদশ প্রকাশের পরে প্রার্থীহীন বিজেপি ও জোটের সঙ্গী ‘স্পেশাল’ ২৬

নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রথম তালিকা প্রকাশিত হয়েছিল মার্চ মাসের ২ তারিখে। এ পর্যন্ত একাদশতম তালিকা প্রকাশিত হয়েছে। একাদশতমটি প্রকাশিত হয়েছে ১১ এপ্রিল, বৃহস্পতিবার। কিন্তু এখন বাকি রয়ে গিয়েছে ২৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা। এর মধ্যে বিজেপির ২১টি আর জোটসঙ্গীদের পাঁচটি। এখনও ‘প্রার্থীহীন’ এই আসনগুলির মধ্যেই রয়ে গিয়েছে ডায়মন্ড হারবার।দেশের ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি প্রার্থী দেবে ৪৪৫টিতে। বাকিগুলিতে প্রার্থী দেবে এনডিএ জোটের শরিকেরা। প্রসঙ্গত, বিজেপি ছাড়া ওই জোটে রয়েছে ২৫টি দল। এখনও পর্যন্ত এনডিএ প্রার্থী দিতে পারেনি এমন আসনের সংখ্যা সব চেয়ে বেশি মহারাষ্ট্রে। মোট ন’টি আসনের মধ্যে বিজেপির ছ’টি। উত্তরপ্রদেশেও পাঁচটি প্রার্থীহীন আসনের মধ্যে বিজেপির তিনটি। পঞ্জাবে আবার প্রার্থী ঘোষণা বাকি থাকা সাতটি আসনই বিজেপির। এ ছাড়া পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার, লাদাখের লাদাখ আসন এবং জম্মু ও কাশ্মীরের বারামুলা, শ্রীনগর, অনন্তনাগ-রাজৌরি আসনে এখনও প্রার্থীর নাম চূড়ান্ত করতে পারেনি বিজেপি।

error: Content is protected !!