ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ববি


নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১ জুন ডায়মন্ত হারবার কেন্দ্রে ভোট। অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। লোকসভা ভোট শুরুর মাত্র ৩ দিন আগে বিজেপি এই প্রার্থী ঘোষণা করল। বিজেপি প্রার্থীর নাম অভিজিৎ দাস ওরফে ববি। পার্টির অন্দরে ববি নামেই পরিচিতি তাঁর। ডায়মন্ড হারবারের এই প্রার্থীর সঙ্গে বিভিন্ন শ্রমিক সংগঠনের ভাল যোগ রয়েছে। এই নিয়ে বাংলায় ৪২ তম প্রার্থী ঘোষণা করল বিজেপি । এর আগে এই নিয়ে দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দ্বাদশ প্রার্থী তালিকায় অভিজিৎ ছাড়াও নাম রয়েছে আরও ৬ জনের। ২০০৯ ও ২০১৪-তে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস। এই নিয়ে তৃতীয়বার প্রার্থী হলেন তিনি। ডায়মন্ড হারবারে বিজেপিতে ববির পরিচিতি ভালই। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৪ সালে , যেবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে ভোটে জিতে প্রথমবার লোকসভায় যান, সেবারও অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন এই অভিজিৎ দাস ওরফে ববি। সেবার তিনি তৃতীয় স্থানে ছিলেন। মাঝে কেটে গিয়েছে ১০ টি বছর। পশ্চিমবঙ্গের রাজনীতির চালচিত্র অনেকটাই বদলে গিয়েছে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে অভিজিৎ ভোটের ময়দানে কেমন ইনিংস খেলেন, সেই দিকে নজর থাকবে অনেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *