ট্রাম্পের ‘ভিসা বোমা’য় ধাক্কা খাবে কোন কোন ভারতীয় সংস্থা? ২৪ ঘণ্টার মধ্যে আমেরিকায় ফেরার নির্দেশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ফের ট্রাম্পের নিশানায় অভিবাসীরা। এবার নজরে H1B ভিসা। শুক্রবার একধাক্কায় এই ভিসার দাম ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) করে দেন ট্রাম্প। এই ভিসার ধাক্কায় যেমন মার খাবে বহু ভারতিয়র ‘মার্কিন স্বপ্ন’, তেমনই চাপে পড়বে বড় বহুজাতিক সংস্থাগুলি। কম টাকায় ভারত থেকে কর্মীদের আমেরিকায় পাঠিয়ে মুনাফা বাড়ানোর চেষ্টা মার খাবে টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মত ভারতীয় সংস্থা। পাশপাহশি চাপ বাড়বে অ্যামাজন এবং মাইক্রোসফটের মত সংস্থার উপরেও। ইতিমধ্যেই মেটা- এবং মাইক্রোসফটের মত সংস্থাগুলি তাঁদের কর্মীদের আমেরিকায় ফেরার নির্দেশ দিয়েছে। আমেরিকার বাইরে থাকা বিদেশি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা ফের আমেরিকা ছাড়ার আগে নতুন নির্দেশের অপেক্ষা করেন।