টোটাকে নিয়ে হইচই! পরিচালক-প্রযোজকের অনুমতি ছাড়াই ছবির ক্লিপিং আপলোড ‘ফেলুদা’র

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  শুক্রবার সকাল থেকে বিনোদন পাড়ায় তুমুল শোরগোল! পরিচালক-প্রযোজকের অনুমতি ছাড়াই নিজের পরবর্তী ছবির অ্যাকশন দৃশ্য ফাঁস করা হয়েছে অভিনেতার ফেসবুক পেজ থেকে। সেই ক্লিপিংস-এ প্রযোজনা সংস্থার কোনও লোগো নেই, এমন কী এটি কোন ছবির দৃশ্য, তারও উল্লেখ নেই টোটার পোস্টে।

সেই নিয়ে দুপুর গড়াতেই একটি ফেসবুক লাইভ করেন ছবির পরিচালক রাজা চন্দা। রাজার দাবি, এটি আসলে পাইরেসির শামিল। পরিচালকের দাবি বলিউডের প্রযোজক করণ জোহরকে দেখাবেন বলে এই দৃশ্য ভিডিয়ো রেকর্ড করার অনুরোধ করেছিলেন টোটা। করণকে ট্যাগ করেও রাজা জানতে চেয়েছেন, এই বিষয়ে তাঁর মত কী?

ছবির শুটিং চলা কালীন একাধিকবার টোটার জন্য শিডিউল বদলাতে হয়েছে বলেও লাইভে উল্লেখ করেছেন রাজা। রাজা চন্দা পরিচালিত শপথ ২ ছবি নিয়ে গোটা বিতর্কটি হয়েছে। লাইভে পরিচালক দর্শকদের উদ্দেশে জানিয়েছেন, ছবির নামও বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির নতুন নাম অবশ্য জানানো হয়নি এখনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *