📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: টলিউডে চাউর, এ বারের পুজো নাকি একই ভাবে কৌশানী মুখোপাধ্যায় ওরফে ‘ঝিমলি’রও। উইন্ডোজ় প্রযোজনা সংস্থার পুজোর ছবিতে যেমন তাঁকে দেখা যাবে, তেমনই নাকি দেখা যেতে পারে ছোট পর্দাতেও! গুঞ্জন, মহালয়ার ভোরে প্রতি বছরের মতো এ বছরেও স্টার জলসায় ‘মহিষাসুরমর্দিনী’ দেখানো হবে। সব ঠিক থাকলে প্রভাতী অনুষ্ঠানে ‘সিংহবাহিনী’রূপে অভিনেত্রীকে দেখা যেতে পারে।
টেলিপাড়ায় গুঞ্জন, মহালয়ায় ছোট পর্দার ‘মহিষাসুরমর্দিনী’-তে এ বার থাকতে পারেন ‘ঝিমলি’?

