টানা সাত দিন দিল্লির বাতাসের গুণমান সূচক ‘খুব খারাপ’

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিল্লির বাতাসের গুণমানের কিছুটা উন্নতি হয়েছে শুক্রবার। যদিও এখনও ‘খুব খারাপ’ গ্রেড রয়েছে। টানা সাত দিন দিল্লির বাতাসের গুণমান ‘খুব খারাপ’ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, ৩৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১৩টিতেই বাতাসের গুণমান সূচক ‘গুরুতর’। ওয়াজিপুরে AQI সর্বোচ্চ ৪৪২।