‘টাকা মিছিল’ থেকে বাংলা পক্ষর শপথ ” দাঙ্গাবাজদের চামড়া গুটিয়ে নেব আমরা”

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রতি বছরের মতো এবছরেও বাংলা নতুন বছরের প্রথম দিন বাঙালি ব্যবসায়ী-পুঁজিপতিদের কাট আউট নিয়ে কলকাতার রাজপথে টাকা মিছিল করল বাংলা পক্ষ। রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত হয় শোভাযাত্রা। মিছিলে হাঁটেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সহ সংগঠনের সদস্যরা। শুধু তাই নয়, মুর্শিদাবাদে অস্থির পরিস্থিতির নেপথ্যে থাকা অপরাধকারীদের খুঁজে বের করে পুলিশ গ্রেফতার করুক সেই দাবিও উঠল টাকা মিছিল থেকে।

বাংলা পক্ষর দাবি, “বাংলা পক্ষ দাঙ্গাবাজমুক্ত বাংলা চায়। মুর্শিদাবাদ সহ যেখানেই দাঙ্গা হবে সেখানেই পুলিশের গুলি চাই।পয়লা বৈশাখের পুণ্য লগ্নে বাংলা পক্ষ প্রতিবছর বাঙালির ব্যবসা উদযাপন করতে টাকা মিছিল করে। কিন্তু এ বছর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলা পক্ষ শপথ করছে, ‘দাঙ্গাবাজদের চামড়া, গুটিয়ে নেব আমরা’ । বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে। ভোটের অঙ্কে কোন সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় নয়, বাঙালির রক্তে ভোট গোনা না, আমরা চাই বাঙালির সহাবস্থানের বাংলা।”

বাংলা পক্ষ আশা, ভরসা, ভালোবাসার বাংলা চায়। যে বাংলায় ১০-১৫ বছরের ছেলে দাঙ্গায় যাবে না৷ পড়াশোনা করবে৷ আগামীতে চাকরি-কাজ- ব্যবসায় অধিকারের দাবিতে লড়বে বলে বার্তা দেন গর্গ চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন,” ধর্মীয় মৌলবাদ বাঙালির মধ্যে বিভাজন করে। কিন্তু বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি বাঙালিকে জোড়ে৷তাই রাজ্য দিবসে বাংলা পক্ষর শপথ, বাঙালিকে আমরা বাংলা ভাষার সূত্রে গাঁথবোই, ঐক্যবদ্ধ করবোই।”

এদিন মিছিলে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চ্যাটার্জী, সৌম্যকান্তি ঘোড়ই, শিল্পী পক্ষর অধিকর্তা প্রবাল চক্রবর্তী সহ নানা নেতৃত্ব৷ টাকা মিছিল থেকে বাংলা পক্ষ সকলকে নববর্ষের শুভেচ্ছা জানায়৷

error: Content is protected !!