‘টাকা দেব’, চাকরি হারা গ্রুপ ডি, গ্রুপ সি কর্মীদের মাসে মাসে অনুদান, ঘোষণা মমতার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চাকরিহারা অশিক্ষক কর্মীদের এবার মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। এপ্রিল মাসের হিসাবে অনুসারে গ্রুপ সি কর্মীরা পাবেন ২৫ হাজার টাকা করে ভাতা। আর গ্রুপ ডি কর্মী পাবেন ২০ হাজার টাকা করে ভাতা। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, চাকরি বাতিলের মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন। আমরা রিভিউ পিটিশন করেছি। আদালত যেমন নির্দেশ দেবে তেমনভাবেই চলব। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী যাদের বেতন বন্ধ তাঁদের পরিবার সমস্যায় পড়েছে। আমরা একটা প্রকল্প করেছি। তার অধীনে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ২৫ ও ২০ হাজার টাকা করে দেওয়া হবে। নবান্ন থেকে একথা ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের অধীনে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। সেই প্রকল্পের অধীনে এসএসসি ২০১৬ প্যানেলে চাকরি হারানো গ্রুপ সি ও ডি কর্মীদের যথাক্রমে ২৫ হাজার ও ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। সমস্যায় পড়েছেন তাঁরা। সংসার চলছে না। পাশে দাঁড়াল সরকার।যতদিন না সুপ্রিম কোর্টের পরবর্তী রায় আসছে ততদিন পর্যন্ত এই ভাতা দেওয়া হবে। এপ্রিল মাসের হিসাব অনুসারে তাঁরা টাকা পাবেন। জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী।চাকরি হারিয়ে বেশ হতাশই হয়ে পড়েছিলেন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা। তবে বুধবার ভাতার ঘোষণার পরে কিছুটা হলেও আশ্বস্ত হলেন তাঁরা। মমতা বলেন কেউ কেউ হয়তো বলবেন দরকার নেই। এটা তাদের স্বাধীন মতামত। এনিয়ে আমাদের কিছু বলার নেই। তবে আমরা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।