ঝাড়গ্রাম জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় তথ্য প্রকাশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:
ঝাড়গ্রাম জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় তথ্য প্রকাশ করলেন ঝাড়গ্রাম এর জেলা শাসক আকাঙ্খা ভাষ্কর। জেলায় মোট ৫২,৭৮৬ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলায় মোট ভোটার ৯০২০১৪জন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে ২৫,৮২৫ জন মৃত, নিঁখোজ ৪৩২৮ জন, স্থানান্তরিত ২১৩৪৭ জন, অন্যত্র তালিকাভুক্ত ১১৪৮জন এবং অন্য কারনে ১৩৮ জন ভোটার এর নাম বাদ গেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর জানান, ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে ১৫,১৪৯ জনকে শুনানির জন্য ডাকা হবে। তাঁর কথায়, “প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় শুনানির আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়। স্থানীয় ও পরিচিত জায়গাতেই শুনানি হবে। নির্বাচন কমিশনের নির্দেশ পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”শুনানি ঘিরে অযথা আতঙ্ক বা গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে জেলাশাসক বলেন, “এসআইআর সংক্রান্ত বিষয়ে কেউ বিভ্রান্ত হবেন না। যাঁদের নাম খসড়া তালিকায় রয়েছে, তাঁদেরই শুনানিতে ডাকা হবে। প্রত্যেক বিএলও-র কাছে খসড়া ভোটার তালিকা রয়েছে। সেই মত আজ বিএলও রা নির্দিষ্ট এলাকার বিডিও অফিসে সুপারভাইজার দের কাছ থেকে তালিকা সংগ্রহ করে নিজেদের বুথে থাকার কথা জানালেন।