📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার রাতে আলিপুর চিড়িয়াখানা থেকে ঝড়খালী ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হল একটি নতুন বাঘকে। কয়েক মাস আগে ওই পুনর্বাসন কেন্দ্রে বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়েছিল সোহান নামে একটি বাঘের। সোহানের মৃত্যুর পর দুটি বাঘিনী ছিল ঝড়খালি অ্যানিম্যাল পার্ক বা ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। এ বার নতুন করে আলিপুর চিড়িয়াখানা থেকে একটি বাঘকে এখানে নিয়ে আসা হল।
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে এল নতুন অতিথি
