নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাম-আই এস এফ জোট ভেঙে গিয়েছে। একাধিক কেন্দ্রে আলাদা আলাদা প্রার্থীও ঘোষণা করেছে তারা। রাজনৈতিক মহলের তারই মাঝে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে দুটি রাজনৈতিক দলই। এবার জোট ভাঙার জন্য নওশাদকে দুষলেন মহম্মদ সেলিম, অধীর চৌধুরী।জোট ভাঙার পরেই নওশাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অন্যদিকে আই এস এফ প্রধানকে ‘বিজেপির ভোটকাটুয়া’ বলে কটাক্ষ করেন অধীর। যদিও বৃহস্পতিবারই বাম-কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন নওশাদ।