জোকা- এসপ্লানেড মেট্রো সম্প্রসারণে ফের বাধা? বিধান মার্কেট সরানোর অনুমতি নেই সেনার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জোকা-এসপ্লানেড মেট্রো সম্প্রসারণে ফের বাধা। ধর্মতলার স্টেশন তৈরির জন্য সরাতে হবে বিসি রায় বা বিধান মার্কেট। কিন্তু ওই বাজার সরানোর কোনও অনুমতি দেয়নি সেনা। তবে বিকল্প প্রস্তাব দিল KMRCL। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ধর্মতলায় স্টেশন তৈরির কাজ চলাকালীন বিধান মার্কেটকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে মাউন্টেটেড পুলিশের অফিসের দক্ষিণে অস্থায়ীভাবে বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সম্প্রতি কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, পরিবহন দফতর, কলকাতা পুলিশ, বনদফতর এবং কলকাতা পুরসভা বৈঠক করে। সেক্ষেত্রে বিধান মার্কেটকে সরিয়ে নিয়ে গিয়ে কীভাবে কাজ স্টেশন তৈরির কাজ করা যায় সেবিষয়ে আলোচনা হয়েছে। সব পক্ষের তরফেই একাধিক প্রস্তাব দেওয়া হয়েছিল।

error: Content is protected !!