📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স বাতিল হয়েছে—এমন খবরকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করলেন হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডঃ পূর্ণেন্দু রায়। ২২শে ডিসেম্বর ২০২৫ কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, হাসপাতালের লাইসেন্স কখনও বাতিল করা হয়নি এবং তা আজও সম্পূর্ণ বৈধ রয়েছে।
তিনি বলেন, রোগী শ্রী প্রণব ঘোষের করা ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের পূর্ববর্তী আদেশের উপর মাননীয় হাইকোর্ট ১৬ই ডিসেম্বর ২০২৪ তারিখে স্থগিতাদেশ জারি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ওই আদেশের কোনও প্রভাব বা পরবর্তী পদক্ষেপ কার্যকর করা যাবে না।

ডঃ রায় আরও জানান, জেনেসিস হাসপাতাল কসবা ২৪x৭ পরিষেবা দিয়ে সম্পূর্ণ স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তিনি সাধারণ মানুষকে ভুয়া খবর ও গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।

