জিএসটি হ্রাসের পূর্ণ সুবিধা পাচ্ছেন ক্রেতারা! ৫৪টি পণ্যের দামেও কড়া নজর রেখেছে কেন্দ্র, পরিসংখ্যান তুলে ব্যাখ্যা অর্থমন্ত্রী নির্মলার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত ২২ সেপ্টেম্বর থেকে পরিবর্তিত জিএসটি কাঠামো কার্যকর হয়েছে। বহু নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর জিএসটির হার কমিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। কর ১২ শতাংশ থেকে নেমেছে ৫ শতাংশে। টুথপেস্ট, শ্যাম্পু থেকে শুরু করে গাড়ি, টেলিভিশন সেট— সব মিলিয়ে ৩৭৫টি পণ্যের দাম কমেছে।
‘পণ্য ও পরিষেবা কর’ (‘গুড্স অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স’ বা জিএসটি) কমার পূর্ণ সুবিধা ক্রেতাদের কাছে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি, যে ৫৪টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি ছাড় দেওয়া হয়েছিল, সেগুলির দাম কমেছে কি না, সে দিকেও কড়া নজর রাখা হয়েছে। এ বার এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।