জামিন মামলার নিষ্পত্তি করতে হবে দু’মাসের মধ্যেই, হাই কোর্টগুলিকে কড়া বার্তা শীর্ষ আদালতের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জামিন বা অন্তর্বর্তী জামিন সংক্রান্ত কোনও মামলা বছরের পর বছর আটকে রাখা যাবে না। নিষ্পত্তি করতে হবে দু’মাসের মধ্যে। দেশের সব হাই কোর্ট এবং নিম্ন আদালতগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায় দেশের বিচারব্যবস্থায় বড় বদল আনতে পারে।

বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চের বার্তা, জামিন সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি করতে হবে দুমাসের মধ্যে। একমাত্র ব্যতিক্রম হতে পারে যদি মামলাকারীদের পক্ষে কোনওরকম ঢিলেমি হয় সেক্ষেত্রে। আদালতের পর্যবেক্ষণ, “ব্যক্তি স্বাধীনতার সংক্রান্ত কোনও আবেদন বছরের পর বছর মুলতুবি থাকতে পারে না। এতে অভিযুক্তের অধিকার যেমন ক্ষুণ্ণ হয়, তেমনই বিচারব্যবস্থার উপর মানুষের আস্থাও নষ্ট হয়।” শীর্ষ আদালত বলছে, জামিন মামলা বছরের পর বছর ঝুলে থাকলে সংবিধানের ১৪ অনুচ্ছেদে সমতার অধিকার ও ২১ অনুচ্ছেদে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার লঙ্ঘন হয়।