জাতীয় স্তরের স্পেল ওয়েল প্রতিযোগিতায় তৃতীয় স্থান শ্রীরামপুর গার্লস হাই স্কুলের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পড়াশোনা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহপাঠ কার্যক্রমে সমান পারদর্শিতা প্রমাণ করল শ্রীরামপুর গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়। ২০২৪-২৫ সেশনের জাতীয় স্তরের স্পেল ওয়েল প্রতিযোগিতায় সমগ্র ভারতবর্ষে তৃতীয় স্থান অর্জন করেছে বিদ্যালয়টি। প্রথম স্থান পেয়েছে মহারাষ্ট্রের একটি বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান গুজরাটের একটি বিদ্যালয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকার জানান, পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও বিশেষ শিক্ষায়ও ছাত্রীরা সমান দক্ষ। এই সাফল্যের পেছনে রয়েছে বিদ্যালয়ের সভাপতি বিশ্বজিৎ চ্যাটার্জি, সকল শিক্ষক-শিক্ষিকা, স্টাফ ও অভিভাবকদের সহযোগিতা।

এই প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে পরিণীতা ঘোষ পেয়েছেন ৮,০০০ টাকা, সোহিনী বন্দ্যোপাধ্যায় ৪,০০০ টাকা, পুণ্যেশা মিত্র ও অদিশ্রী মজুমদার প্রত্যেকে ৩,০০০ টাকা এবং কৃত্তিকা দাস ২,০০০ টাকা। আরও দুইজন ছাত্রী শীর্ষ দশে স্থান পেয়েছে।

প্রতিযোগিতায় ছাত্রীদের প্রস্তুতিতে বিশেষ ভূমিকা পালন করেছেন শিক্ষিকা পল্লবী দাস। জাতীয় স্তরে এই কৃতিত্বের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষিকা সকলকে অভিনন্দন জানিয়েছেন।