📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১৯ নম্বর জাতীয় সড়ক পানাগড়ে রাজবাঁধ এলাকায় মোটরসাইকেল ধাক্কায় মারা গেলেন এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন দুর্গাপুর থেকে একটি মোটরসাইকেল পানাগরের দিকে আসছিল সেই সময় কাঁকসা বান্দ্রা এলাকার এক পায়ে হেঁটে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে, ঘটনাস্থলে মারা যান গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী তাকে গৌরী দেবী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থলে ছুটি আছে কাকসার ট্রাফিক পুলিশ এবং কাঁকসা থানার পুলিশ। বেশ কিছুক্ষণ 19 নম্বর জাতীয় সড়ক যান চলাচল বন্ধ থাকে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জাতীয় সড়কে মোটরসাইকেল ধাক্কায় মৃত্যু
