📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জ়ুবিন গর্গের মৃত্যু মামলায় অভিযুক্তদের প্রিজ়ন ভ্যানে এক সংশোধনাগার থেকে অন্য সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় হামলা করে জনতা। প্রিজ়ন ভ্যান লক্ষ্য করে ছোড়া হয় পাথর। অসমের বাকসায় ঘটেছে ঘটনাটি।
জ়ুবিন গর্গের মৃত্যু মামলায় অভিযুক্তদের প্রিজ়ন ভ্যানে হামলা
