জলসঙ্কটে জর্জরিত পাকিস্তান, সিন্ধু চুক্তি নিয়ে ভারতকে চারবার চিঠি! কোনও সাড়া মেলেনি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভয়ঙ্কর জলসঙ্কটে ভুগছে পাকিস্তান (Pakistan)। সেই কারণে ভারতের কাছে বারবার আবেদন জানাচ্ছে সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) নিয়ে ভাবার জন্য। কিন্তু সূত্রের খবর, পরপর চারবার চিঠি দিয়েও সিন্ধু জলচুক্তি পুনর্বহালের অনুমতি পায়নি ইসলামাবাদ।

জম্মু-কাশ্মীরের পহেলগামে (Jammu Kashmir Pahalgam Attack) ভয়াবহ জঙ্গি হামলার পর এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এখনও পর্যন্ত পাকিস্তানে জল ছাড়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের সহায়তাও চেয়েছে পাকিস্তান। তবে কোনও দিক থেকেই সুরাহা হচ্ছে না। সম্প্রতি ভারতকে চারবার চিঠি (Letters) দিয়েও তাঁরা ব্যর্থ। 

ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা থমকে যায় গত ২২ এপ্রিল, পহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলার পরে। সেদিন পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। সেই ঘটনার জেরে ভারতের কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে এই জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

error: Content is protected !!