‘জয় জোহার’ প্রকল্পে ৩ লক্ষ আদিবাসীকে মাসিক পেনশন, জানালেন মুখ্যমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তিন লক্ষের বেশি আদিবাসী মানুষকে ‘জয় জোহার’ প্রকল্পে মাসে এক হাজার টাকা পেনশন দিচ্ছে রাজ্য সরকার। বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসী মানুষদের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ বছরে আদিবাসী উন্নয়নে সরকার কী কী কাজ করেছে তুলে ধরে লেখেন, ‘আমাদের সরকারের তরফে আলাদা আদিবাসী উন্নয়নদপ্তর গঠন করা হয়েছে। সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, হিন্দি, উর্দু, রাজবংশী, কামতাপুরি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট।’